Wednesday, June 26, 2019

বৃক্ষের প্রেমিকা

।। রোজ দেখি তাকে বারান্দায়ে দাড়িয়ে থাকতে,
ওর খেলা খোলা এলো চুলের ফাঁকে
সেই চোখ দুটোর লুকোচুরি খেলা খেলতে,
মাঝে মাঝে আঙ্গুল জড়িয়ে কানের পাশে গুজতে।

 কত বিকেল কেটেছে এই ভাবে তাকে দেখতে দেখতে।                দুটো চোখের এক অদ্ভুত স্থিরতা,
যেনো লুকিয়ে আছে কত ব্যাকুলতা।
     
চোখের কোণে চক চক করে দুটি বিন্দু,
          যে কেউ ডুবে যেতে পারে তাতে এত গভীর সেই                                                          বিন্দু।

ক্রমশই সন্ধ্যা হচ্ছে,
সুর্যের ছোয়াতে তার মুখে রক্ত বর্ণ হয়েছে,
যেন প্রথম প্রেমের আলিঙ্গন তাকে রাঙিয়ে তুলেছে।
অনেক সময়ে কাটে তাকে এমন বারান্দায়ে দেখে।

 ইচ্ছা করে ওর সব প্রশ্নের উত্তর দিতে,
নিজেকে খুব অসহায় লাগে,
       কিছুই করতে পারিনা ওর জন্যে. কিভাবে আমি বোঝাই আমার মনের এই দুঃখ,
আমি তো ওর বাড়ির সামনে এক নীরব বৃক্ষ।

তবু আমি খুশি যে দেখতে পারি তাকে, এতে নেই কোনো দন্ধ,
কিন্তু হতাশ আমি হায় কেনো যে ও অন্ধ্য।।

No comments: